মায়ানমার সরকার অং সং সুচির গণতন্ত্র

মায়ানমার সরকার অং সং সুচির গণতন্ত্র

মায়ানমার সরকার অং সং সুচির গণতন্ত্র।

দীর্ঘ ২৫ বছর পর ২০১১ সালের নির্বাচনে অংশগ্রহণ করে অং সাং সুচি। এই নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচিত হন এবং দেশ গঠন করেন। তবে এর আগে অংসান সুচি কে দীর্ঘ ১৫ বছর পর্যন্ত গৃহবন্দি অবস্থায় কাটাতে হয়েছিল। তার ক্ষমতা শেষ হওয়ার পরে গত বছর আবার পুনরায় নির্বাচন দেওয়া হয়। অর্থাৎ ৮ নভেম্বর এর নির্বাচন নিয়ে প্রচুর বুট কার সাথে হয়েছে এমনটাই দাবি করে সেনাবাহিনী সরকার। এই দাবির প্রেক্ষিতে অংসান সুচি কে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য বলা হয় কিন্তু অংসান সুচি তা না করে নিজেই সরকার গঠন করতে চাই। যার ফলে সরকার গঠনের দিন ভোরে অংসান সুচি সহ তাদের কয়েকজন নেতাকর্মীকে সেনাবাহিনীর পক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেনাবাহিনী মায়ানমারের সরকার গঠন করেছে।

Post a Comment

Previous Post Next Post