অগোচরা সিরিজটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে, একজন সাধারণ ঘরের ছেলে পলিটিকসের শিকার হয়ে সে কীভাবে আন্ডারওয়ার্ল্ডের ঝামেলায় জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজটি করা হয়েছে। ছেলেটি ভালো শুটার কিন্তু একজন মন্ত্রীর কারনে এশিয়ান গেমস থেকে তাকে বাদ দেওয়া হয় তারপরেই এই শুটারের জীবন মোড় নেয় এক অন্ধকার দিকে।
সিরিজটিতে অভিনয় করেছে
জাকিয়া বারী মম
ইন্তেখাব দিনার
ফজলুর রহমান বাবু
শরাফ আহমেদ জীবন
মোরশেদ মিশু
Post a Comment