এই বছর হ্যালোইন ভিত্তিক বিনোদন সিরিজ করেছে চরকি, ওয়েব সিরিজটির নাম হচ্ছে প্রচলিত। সিরিজটি পাঁচটি প্লট নিয়ে রোমাঞ্চকর গ্রাম্য এলাকার হরর ঘটনাকে কেন্দ্র করে নিমাণ করা হয়েছে। এটি ১৯ অক্টোবর ২০২৩ এ চরকিতে রিলিজ করা হয়েছে।
গল্প
সাধারণত কম বেশী সব এলাকাতেই প্রতলিত কিছু গল্প শোনে থাকি, কখনো হাঁটতে হাঁটতে মানুষের মুখ থেকে বিভিন্ন জায়গার ভয়ের গল্প শোনা বিশেষ করে আমাদের দাদা বা দাদীর মুখে শোনা প্রচলিত বিভিন্ন কথা। এলাকার এমনি ধারণা সমসাময়িকতার আড়ালে ব্যস্ততার প্রতিফলন করা হয়েছে এই প্রচলিত সিরিজটিতে।
পরিচালকঃ মোঃ আবিদ মল্লিক
অভিনয়
রাফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, আবদুল্লাহ আল সেন্টু, ফারিন খান, ইয়াশ রোহান রাফায়েতুল্লাহ সোহান আরো অনেকেই।
Post a Comment